মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফ পর্যায়ে যৌথ প্যারেড অনুষ্ঠিত হয়েছে । সেই সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ফুল, ফল, মিস্টিসহ উভয় দেশের মধ্যে বৃক্ষ বিনিময় করা হয়। রোববার (২৬ মার্চ) সন্ধ্যার আগে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে পঞ্চগড়ের বাংলাবান্ধা সিমান্তে মিলিত হয় দুই দেশের সীমান্ত বাহিনী।
এর আগে দুই দেশের বিজিবি ও বিএসএফ সদস্যরা রিট্রিট শ্রেমনি (যৌথ প্যারেড) এ অংশ নেয়। মূলত দুই দেশের বন্ধুত্বপূর্ন সম্পর্ক জোরদার এবং বিজিবি বিএসএফ সদস্যদের মধ্যে ভাতৃত্ব বাড়াতে প্রতি বছর স্বাধীনতা দিবসসহ বিশেষ দিবসে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের পক্ষে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান বেলুন উড়িয়ে যৌথ প্যারেডের উদ্বোধন করেন। বাংলাদেশের পক্ষে বিজিবি’র উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার (অতিরিক্ত মহাপরিচালক) ব্রিগেডিয়ার জেনারেল বেনজীর আহমেদ ও ভারতের পক্ষে বিএসএফ’র নর্থবেঙ্গল ফ্রন্টিয়ার শ্রী অজয় শিং ফুলেল শুভেচ্ছা ফল ও মিস্টি বিনিময়ে অংশ নেন। এ সময় বিজিবি’র ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান, ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহফুজুল হক, পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদাসহ বিজিবি বিএসএফ’র বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিল। এছাড়াও দুই দেশের বিজিবি বিএসএফ সদস্যদের মধ্যে উপহার হিসেবে মিস্টি, ক্রেস্ট বিতরন করেন।
এ সময় সংসদ সদস্য মজাহারুল হক প্রধান সাংবাদিকদের বলেন, এ ধরনের অনুষ্ঠান দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও সাধারন মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। দুই দেশের এমন মহতি উদ্যোগের জন্য বিজিবি-বিএসএফ’র সকল পর্যায়ের সদস্যদের ধন্যবাদ জানায় সংসদ সদস্য।।
You cannot copy content of this page