পবিত্র হজ্ব পালনে মক্কা যাচ্ছেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান মুক্তা। আগামী ২২ জুন তিনি হজ্বের উদ্দেশ্যে মক্কায় যাবেন। এ উপলক্ষে সোমবার বিকালে উপজেলা সদরের কাজী পাড়ায় তার বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা গহয়। এসময় দেশের উন্নয়ন ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পঞ্চগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আনম আব্দুল করিম।
নাঈমুজ্জামান মুক্তা বলেন, মূলত সকলেল দোয়া নিতেই এমন আয়োজন করা হয়েছে। তিনি কোন ভুলত্রুটির করে থাকলে সকলের নিকট ক্ষমা চান। তিনি সকলের জন্য দোয়া করবেন এবং সকলের সালাম মহানবীর (সা.) রওজা মোবারকে পৌঁছে দিবেন বলে জানান।
মিলাদ ও দোয়া মাহফিলে পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখসহ আটোয়ারী, সদর ও তেঁতুলিয়া উপজেলার ২০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন পরযায়ের আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।।
You cannot copy content of this page