পঞ্চগড় অফিস
পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা এলাকায় গত শনিবার (৩০ ডিসেম্বর) বিমাতা ছোট ভাই আবু বক্কর সিদ্দিকের ধারালো ছুরির আঘাতে বড় ভাই মোহাম্মদ দানেশ আলীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ছেলে আহসান হাবিব বাদী হয়ে শনিবার রাতে বোদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত দানেশ ওই এলাকার খবির উদ্দিনের ছেলে।
এদিকে হত্যাকান্ডের ১ ঘন্টার মধ্যে আসামী আবু বক্কর সিদ্দিককে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হকের নেতৃত্বে আটক করতে সমর্থ পুলিশ। পরে ১৬৪ ধারায় হত্যাকান্ডে জড়িতের বিষয়টি স্বীকার করেন সিদ্দিক। পরে রবিবার বিকেলে হত্যা মামলার আসামী আবু বক্কর সিদ্দিককে পঞ্চগড় আদালতে তোলা হলে তাকে জেলহাজতে প্রেরণ করেন আদালত।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, আসামি আবু বক্কর ও নিহত দানেশ সম্পর্কে বিমাতা ভাই। দুই ভাইয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন কথা-কাটাকাটির এক পর্যায়ে আসামী আবু বক্কর দানেশকে ছুরি দিয়ে পেটে আঘাত করেন। এতে দানেশ মাটিতে লুটিয়ে পড়ে। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃতু্য হয়। এদিকে ঘটনার পরে আসামি আবু বক্কর বাড়ী থেকে পালিয়ে যায়। পরে ঘন্টা খানেকের মধ্যে আমরা আসামিকে ধরে ফেলি। পরে আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
You cannot copy content of this page