পঞ্চগড় প্রতিনিধি
দেশের একমাত্র চতুর্দেশীয় (ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটান) স্থলবন্দর বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি স্থল বন্দর দিয়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১২ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পরে আজ শনিবার সকাল থেকে আবারো পুরোদমে শুরু হয়েছে বন্দরের কার্যক্রম। এদিন সকাল থেকে স্বাস্থ্য বিধি মেনে বন্দরের আমদানী রপ্তানী কার্যক্রম চালু হয়েছে বলে জানিয়েছেন বন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।
উল্লেখ্য পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত ১৯ জুলাই সোমবার সকাল থেকে ৩০ জুলাই শুক্রবার পর্যন্ত ১২ দিনের জন্য বন্দরের আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধ ছিল।
You cannot copy content of this page