আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ব্ল্যাক বেঙ্গল ছাগলের মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের ব্যবস্থাপনায় বুধবার দিনব্যাপী প্রাণিসম্পদ অফিসের সামনে এই মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদ। আলোচনা শেষে মেলায় অংশগ্রহণকারী খামারিদের মধ্যে বাক কিপার ক্যাটাগরিতে কমল চন্দ্র ও ছাগি ক্যাটাগরিতে মিজানুর রহমান নামের খামারিকে এলইডি টিভি পুরস্কৃত করা হয়। #
You cannot copy content of this page