ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি” এতিম শিশুদের সাথে পবিত্র ঈদুল ফিতরের এই খুশি ভাগাভাগি করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী। সোমবার সকালে পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে তিনি সপরিবারে পঞ্চগড় সরকারি শিশু পরিবারে যান এবং এতিম শিশুদের সাথে সময় দেন। শিশুদের সাথে কুশল বিনিময় এবং প্রত্যেক শিশুকে ঈদ সেলামি দেন জেলা প্রশাসক মো.সাবেত আলী।
এসময় সদর উপজেলা কর্মকর্তা মো.জাকির হোসেন, সরকারি শিশু পরিবার কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলামসহ শিশু পরিবারের কর্মকর্তা, কর্মচারিসহ শিশুরা উপস্থিত ছিলেন।
শিশু পরিবার সুত্র জানায়, পঞ্চগড় সরকারি শিশু পরিবারে শিশু পরিবার ব্যবস্থাপনা নীতিমালা এবং শিশু আইন ২০১৩ এর মাধ্যমে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম চলে। ১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের পারিবারিক পরিবেশে স্নেহ-ভালোবাসা ও আদর-যত্নের সঙ্গে লালন-পালন করা এমন প্রতিষ্ঠানের উদ্দেশ্য। পাশাপাশি শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান এবং নিবাসীদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধনেও কাজ করে শিশু পরিবার।শিশুরা জানায়, এই ঈদে যদিও আমাদের বাবা মা সাথে নেই, তবুও আমরা এখানে ভালভাবে ঈদ উদযাপন করছি। আজ জেলা প্রশাসক মহোদয় শিশুদের সব সময় খোঁজ খবর নেন। ঈদের নামাজ শেষে এখানে এসে শিশুদের ঈদ সেলামী দেওয়াতে অনেক খুশি তারা।
জেলা প্রশাসক সাবেত আলী বলেন, আমাদের সরকারি শিশু পরিবারে যে শিশুরা রয়েছে, তারা যেন নিজেদের নিঃসঙ্গ মনে না করে। তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা সপরিবারে তাদের মাঝে হাজির হয়েছি। কুশল বিনিময় করেছি, আমাদের পরিবারের পক্ষ থেকে প্রত্যেক শিশুকে চকলেট দেওয়া হয়েছে। তারাও হ্যাপি, আজকের ঈদের দিনটা তারাও উপভোগ করছে। আমরা চাই আমাদের সমাজে অনেক বিত্তবান মানুষ আছেন, আমরা সবাই মিলে পিছিয়ে পড়া শিশুদের পাশে যদি সবাই দাঁড়াই, তাদের কষ্টটা কিছুটা হলেও লাভ হবে এবং আমরা সবাই মিলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে আনার জন্য ভূমিকা পালন করব। সবাই মিলে আমরা একটা সুন্দর দেশ, একটা সুন্দর সমাজ বিনির্মান করব। এরপর সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করেন জেলা প্রশাসক।।
You cannot copy content of this page