পঞ্চগড় প্রতিনিধি
দেশে চলমান করােনা ভাইরাস সংকট মােকাবেলায় কর্পােরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে পঞ্চগড় জেলার কর্মহীন মানুষের জীবিকা নির্বাহ নিত্যপ্রয়ােজনীয় খাদ্যসামগ্রী, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহ চিকিৎসা ব্যয় নির্বাহর জন্য সােনালী ব্যাংকর উদ্যােগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় আর্থিক সহায়তার চক তুলে দেন জেলা প্রশাসক মাে জহুরুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট জয়শ্রী রানী রায়, সােনালী ব্যাংক লিমিটড পঞ্চগড় শাখার ব্যবস্থাপক রেজাউল করিম, প্রিন্সিপাল অফিসার মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মাে. জহুরুল ইসলাম জানান, করােনায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তার জন্য সােনালী ব্যাংক পঞ্চগড় শাখা করােনা তহবিল এক ৭৬ হাজার টাকা প্রদান করেছিল। এই টাকা থেকে করােনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ বিভিন্ন পেশার ৮৮ জনক তালিকাভূক্ত করা হয়। আজ তাদের প্রত্যককে দুই হাজার টাকার চেক প্রদান করা হলাে। এই টাকা দিয়ে তারা খাদ্য ও চিকিৎসা সামগ্রীসহ চিকিৎসা ব্যয় নির্বাহ করত পারব। #
You cannot copy content of this page