বিশেষ প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় “ফুড সরোবর” নামে একটি ক্যাফে থেকে মাদক সহ সাজু মিয়া (২৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে দেবীগঞ্জ পৌরসভার চৌরাস্তা এলাকার ফুড সরোবর নামে ওই ক্যাফেতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মাদক সহ তাকে আটক করে। পরে পুলিশ বাদী হয়ে দেবীগঞ্জ থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যেমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সাজু মিয়ার বাড়ি দেবীগঞ্জ পৌর এলাকার বোর্ডিং পাড়া এলাকায়। সে ওই এলাকার আলিম উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, দেবীগঞ্জ পৌর শহরের ফুড সরোবর নামে একটি ক্যাফেতে মাদক বিক্রি করা হয় এমন সংবাদের ভিত্তিতে ওই ক্যাফেতে অভিযান চালিয়ে ১২ বোতল ভারতীয় সিগনেচার ব্যান্ডের হুইস্কি, দুই বোতল ম্যাজিক মুভমেন্ট ওয়াইন এবং ১৭০ পিছ টেপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় সাজু মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। ধারণা করা হচ্ছে ওই মাদক ব্যবসায়ীর কাছে আরো বিপুল পরিমাণে মাদক থাকতে পারে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ক্যাফেতে অভিযান চালিয়ে সাজু মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তাকে শনিবার দুপুরে আদলতের মাধ্যেমে জেলহাজতে পাঠানো হয়েছে।
You cannot copy content of this page