পঞ্চগড় প্রতিনিধি
“ আশ্রয়নের অধিকার’ শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যে মুজিব বর্ষে ক ও খ শ্রেনীর ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসনের সুব্যবস্থা নিশ্চিতে কাজ করছে সরকার। শনিবার বিকেলে পঞ্চগড়ের সদর উপজেলায় মুজিব বর্ষে নির্মিত আশ্রয়ন প্রকল্পের নির্মিত ‘ক’ শ্রেনীর ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন করে উপকারভোগীদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম। উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের রাজমহল এলাকায় নির্মিত আশ্রয়ন প্রকল্পের এসব ঘর পরিদর্শন করেন। পরে তিনি আশ্রয়নের প্রায় ১৩ জন উপকারভোগীর মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা তুলে দেন এবং তাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এসময় তিনি উপকারভোগীদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে যে কোন ধরনের সমস্যায় সমাধানে সরাসরি তার সাথে কথা বলার পরামর্শ প্রদান করেন।
পরে জেলা প্রশাসক হাফিজাবাদ ইউনিয়নের রাজমহল এলাকায় ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং সেন্টার (ডিসেট) পরিদর্শন করেন
এসময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো আরিফ হোসেন, সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মো আব্দুর রশিদ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page