পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে পঞ্চগড় অফিসার্স ক্লাব মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় পঞ্চগড় বিচার বিভাগ ২১-১৬ ও ২১-১৫ সেটে গণপূর্ত বিভাগ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হন বিচার বিভাগের খেলোয়াড় ও পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল এবং ফেয়ার প্লে এওয়ার্ড পান পঞ্চগড় জেলা প্রশাসনের খেলোয়াড় ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন।
পরে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা।
এ সময় পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) কনক কুমার দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও টুর্নামেন্টে অংশ নেওয়া ১৬ টি দলের খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page