পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে গণমাধ্যেম কর্মীদের সাথে বাংলাবান্ধা স্থল বন্দর আমদানী-রপ্তানীকারক গ্রুপের নতুন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে তেতুঁলিয়া ডাকবাংলোর হলরুমে বাংলাবান্ধা স্থল বন্দর আমদানী-রপ্তানীকারক গ্রুপের আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নতুন কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন ২৫ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি তুলে ধরেন। এসময় সাধারন সম্পাদক ও বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন, সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম শাহীন, কোষাধক্ষ্য মোজাফ্ফর হোসেন, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলম, সিনিয়র সাংবাদিক ও দেশ রুপান্তরের প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ,বিটিভির প্রতিনিধি আমির খসরু লাভলু, এনটিভির প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর প্রতিনিধি সরকার হায়দার, ইত্তেফাকের তেতুঁলিয়া উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধাকে নতুন রুপে সাজানোর অঙ্গীকার করে বক্তারা বলেন, বিপুল সম্ভাবনাময় চার দেশীয় সংযোগস্থল বাংলাবান্ধা স্থলবন্দরের বাণিজ্য বৃদ্ধিসহ অনিয়ম, দুর্নীতি রোধ করে সরকারের রাজস্ব আদায়ে কাজ করবে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপ। পাশাপশি বর্তমানে বন্ধ থাকা অন্যান্য পণ্য আমদানি-রপ্তানি চালু করতে কাজ করবে। বন্দরের উন্নয়নসহ সর্বাত্মক কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন নব গঠিত বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সদস্যরা। তারা আরও জানান, ব্যাবসায়ীক কার্যক্রম বৃদ্ধি, পর্যটন শিল্পের বিকাশ সহ ভারত, নেপাল, ভূটান এবং চীনের সাথে সাংস্কৃতিক সম্পর্ক স্থাপনের জন্য নতুন ভাবে উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করছেন তারা। সরকার বাংলাদেশের স্থল বন্দরগুলোকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যাবসায়ীরা সরকারের পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাবে। অনুষ্ঠানে নতুন কমিটির পরিচিতি তুলে ধরা হয়। এসময় গণমাধ্যমকর্মীরা তাদের বক্তব্যে স্থলবন্দরের বিভিন্ন সম্ভাবনাময় দিক তুলে ধরলে ব্যবসায়ীরা সহযোগিতার আশ্বাস দেন।
You cannot copy content of this page