পঞ্চগড়ে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে চায়ের মান উন্নয়নে সমষ্টিগত উদ্যোগ গ্রহনে বিশেষ আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা সদরের মরগেন টি ইন্ডাস্ট্রিজ কারখানায় চা চাষীদের নিয়ে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন।
মরগেন টি ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আলী চিশতির সভাপতিত্বে সভায় আঞ্চলিক চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আব্দুল জব্বার, চা বাগান মালিক কবির হোসেন বক্তব্য দেন।
পঞ্চগড়ে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে চায়ের মান উন্নয়নে সমষ্টিগত বিভিন্ন উদ্যোগ গ্রহনের তাগিদদেন। এতে জেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র চা চাষী এবং চা বাগানের এক হাজারের মত ক্ষুদ্র চা চাষী ও চা বাগান মালিক অংশগ্রহণ করেন।
সভা শেষে মরগেন টি ইন্ডাস্ট্রিেেজর পক্ষ থেকে বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের বিদায়ী প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুনকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া চা চাষ এবং চা শিল্পে অগ্রণী ভ‚মিকা পালনের জন্য স্থানীয় তিন জন চা বাগান মালিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।।
You cannot copy content of this page