বিশেষ প্রতিবেদক
পঞ্চগড়ের বোদায় চেকের মামলায় এক আসামীকে গ্রেপ্তার করে তার সামনে মাদক রেখে ছবি তুলে প্রচারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বিচার চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, বোদার এক গার্মেন্টকর্মীর সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে প্রতিপক্ষের সাথে বিরোধ চলছিল। সম্প্রতি তিনি জমিতে গেলে বিরোধীয় পক্ষ হামলা চালায়। এ সময় তিনি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহায়তা চান। তবে বোদা থানা পরিদর্শক (তদন্ত) আবু মুসা ঘটনাস্থলে এসে উল্টো তার উপরেই চড়াও হয়।
এদিকে তার নামে পুরনো একটি চেকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ১২ মার্চ রাতে তাকে গ্রেপ্তার করে। পরদিন পুলিশ প্রেস গ্যালারিতে নিয়ে তাকেও দাঁড় করিয়ে সামনে গাঁজা রেখে ছবি তুলেন এবং গণমাধ্যমকর্মীদের কাছে সেই ছবি পাঠান।
এ বিষয়ে বোদা থানার পরিদর্শক (তদন্ত) আবু মুসাকে মোবাইল করে পাওয়া যায়নি। পরে বোদা থানার ওসি মোজাম্মেল হকও সাংবাদিকদের ফোন কল কেটে দেন।।
You cannot copy content of this page