পঞ্চগড় প্রতিনিধি
আগামী ডিসেম্বরের মধ্যে পঞ্চগড় জেলাকে ফিস্টুলামুক্ত ঘোষণা করে হবে বলে জানিয়েছেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান। তিনি বলেন, ইতোমধ্যে আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলাকে ফিস্টুলামুক্ত ঘোষণা করা হয়েছে। এই তিন উপজেলার প্রতিটি বাড়ি ঘুরে ফিস্টুলা রোগি সন্ধান করে সন্দেহভাজনদের চিকিৎসার আওতায় আনা হয়েছে। আগামি ডিসেম্বরের মধ্যে পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলাকেও ফিস্টুলামুক্ত ঘোষণা করা হবে। এ ঘোষণার মধ্য দিয়ে গোটা পঞ্চগড় জেলা ফিস্টুলামুক্ত হবে। গতকাল বুধবার সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে প্রসবজনিত ফিস্টুলা রোগি নির্মূল করার লক্ষ্যে সিএফএ ও হেলথ কেয়ার প্রোভাইডারদের সাথে নেটওয়ার্র্কিং সভায় সিভিল সার্জন এ কথা জানান। ইউএনএফপিএ বাংলাদেশ’র অর্থায়নে এবং জেলা স্বাস্থ্য বিভাগের কারিগরি সহায়তায় ওয়ার্ল্ড মিশন প্রেয়ার লীগ- ল্যাম্ব হাসপাতাল ওই সভার আয়োজন করে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মজিদ ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফরোজা জেসমিন। বক্তব্য দেন জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. জিয়া উদ্দিন, ল্যাম্ব হাসপাতালের জেলা সমন্বয়কারী শরিফুল ইসলাম প্রমূখ। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমেদ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ফিস্টুলা রোগ ও তার চিকিৎসা সর্ম্পকে তার বক্তব্য উপস্থাপন করেন। নেটওয়ার্ক সভায় শিক্ষক, ইমাম, এনজিও প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, স্কুল কলেজের শিক্ষার্থীসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। #
You cannot copy content of this page