পঞ্চগড় সদর উপজেলায় দর্শক শুন্য মাঠে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ (বালক) জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা। শনিবার বিকেল তিন টায় যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে জেলা শহরের বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে সদর উপজেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম রঙিন বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি), প্রেসক্লাব সভাপতি সফিকুল আলম বক্তব্য দেন। এ সময় ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, হাফিজাবাদ ইউপি চেয়ারমান মুছা কালিমুল্লাহ প্রধান, অমরখানা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, সাতমেরা ইউপি চেয়ারম্যা আতাউর রহমান, সদর উপজেলার টুর্নামেন্ট সমন্বয়কারি ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন বাবু উপস্থিত ছিলেন
প্রতিযোগিতায় সদর উপজেলার ১০ ইউনিয়নের বালক দল নকআউট ভিত্তিতে অংশগ্রহণ করছে। করোনা সংক্রমণের কারণে দর্শক বিহীন মাঠে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী দিনে হাফিজাবাদ ইউপি দল এবং অমরখানা ইউপি দল অংশ নেয়। রোববার কামাতকাজলদিঘী ইউপি ও চাকলাহাট ইউপি এবং মাগুড়া ইউপি ও গড়িনাবাড়ী ইউপি দলের মধ্যে প্রতিদ্ব›িদ্বতা হওয়া কথা। জেলা অন্য উপজেলাতের একই সময়ে একই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।।
You cannot copy content of this page