পঞ্চগড় সদর উপজেলা পরিষদ মাঠে শনিবার (৫ জুন) দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, লালন-পালন কৌশল ও আধুনিক ব্যবস্থাপনাসহ জনসাধারণের নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সদর উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল ওই প্রদর্শনী মেলার আয়োজন করেন।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় সদর উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, নিলুফার ইয়াসমিন, ভেটেরিনারি সার্জন ডা. মরিয়ম রহমান, সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, জেলা পরিষদ সদস্য মনির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রদর্শনী শেষে সেরা তিন খামারীর হাতে পুরস্কারের চেক হস্তান্তর করা হয়। পুরস্কারপ্রাপ্ত প্রথম স্থান অর্জনকারী খামারী পঞ্চগড় পৌর এলাকার জালাসি এলাকার আবুল কাশেম (দুগ্ধ), দ্বিতীয়স্থান অর্জনকারী পঞ্চগড় জেলা পরিষদের সদস্য ও সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বাসিন্দা মনির হোসেন (ষাড়) এবং তৃতীয়স্থান অর্জন করেন অমরখানা ইউনিয়নের বাসনা খাতুন (দুগ্ধ)। উন্নত জাতের গাভী, ষাড়, মহিষ, ছাগল-ভেঁড়া, হাঁস-মুরগী, সৌখিন পাখীসহ প্রাণী সম্পদের উৎপাদিত বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্যের ৫০টি স্টল অংশ নেন।
You cannot copy content of this page