পবিত্র মাহে রমজান ও প্রচন্ড তাপদাহের প্রভাবকে কাজে লাগিয়ে মৌসুমী ফল তরমুজ কেজি দরে অধিক দামে বিক্রি করায় পঞ্চগড়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে পঞ্চগড় বাজারের ফলপট্টিতে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ এ জরিমানা করেন৷
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, লকডাউনে ও মাহে রমজানকে কেন্দ্র করে পঞ্চগড়ের কিছু ব্যবসায়ী ৬০-৯০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি করে আসছিলো। পরে আজ বুধবার দুপুরে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে একটি টিম বাজার মনিটরিং করার সময় অধিক দামে কেজির দরে তরমুজ বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে ৫শ করে মোট ১ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং তাদের সচেতন করেন অধিক দামে তরমুজ বিক্রি না করতে।
এদিকে সরেজমিনে দেখা গেছে,ভ্রাম্যমান আদালতের উপস্থিত টের পেয়ে অনেক ব্যববসায়ী ৬০ টাকা থেকে ৫০ টাকা দরে তরমুজ বিক্রি শুরু করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা চলার পরও ৫০ -৬০ টাকা দরে তরমুজ বিক্রি হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের৷
এবিষয়ে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ জানান, আজ বুধবার দুপুরে পঞ্চগড় বাজারে অধিক দামে তরমুজ বিক্রি ও দোকানে মূল্য তালিকা না রাখার দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং বাকি ব্যবসায়ীদের অধিক দামে তরমুজ বিক্রি না করতে পরামর্শ দেয়া হয়েছে৷।
You cannot copy content of this page