বোদা পঞ্চগড় প্রতিনিধি: দেবীগঞ্জ উপজেলার বানুরহাট এলাকায় নানা আয়োজনের এ সি আই মটরস্ এর বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা এবং দিনব্যাপী নানা ধরনের খেলাধূলা, খাবার বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার বানুরহাট মাঠে এ সি আই গ্রুপের অনুষ্ঠিত বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস ম্যানেজার মোনায়েম শাহরিয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার রাকেশ তিওয়ারি (ITL), এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার মোঃ শামীম হোসাইন, রিজিওনাল সেলস ম্যানেজার জহুরুল হক , ডিলার পাপ্পু, টেরিটরি ম্যানেজার মোঃ তাজমিরুল ইসলাম
You cannot copy content of this page