পঞ্চগড় অফিস
পবিত্র মাহে রমজানের কারণে পান্তা ইলিশের আয়োজন না থাকলে নানা কর্মসূচীতে পঞ্চগড়ে বাংলা নববষর্কে বরণ করে নেয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শায়খুল ইসলাম সহ জেলা বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ জেলার বিভিন্ন স্তরের মানুষ বাঙালীর প্রাণের উৎসবে যোগ দেয়।
পরে পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে আলোচনা সভা, আনন্দ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
You cannot copy content of this page