‘তরুণ মন গড়ুক দেশ, জুয়ার নেশা করুক শেষ’ এই স্লোগান নিয়ে অনলাইন জুয়া বিরোধী সচেতনতামূলক প্রচারণা ও অনলাইন জুয়াকে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি শুরু করেছে পঞ্চগড় অনলাইন জুয়া বিরোধী কমিটি। রবিবার বিকেলে
ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় সদর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এই সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে নতুন সংগঠনটি। এতে সদর উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক ইমাম ও ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক অংশ নেন। এ সময় আলোচকরা অনলাইন জুয়ার ভয়াবহতা ও সমাজ ও পরিবারে এর প্রভাব সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। একই সাথে এই মহামারি থেকে মানুষকে রক্ষা করতে ইমাম ও ধর্মীয় শিক্ষকদের ভূমিকা রাখার বড় সুযোগ রয়েছে বলে দাবি করেন তারা। নিজ নিজ এলাকার মানুষকে অনলাইন জুয়ার কুফল সম্পর্কে সচেতন করার জন্য ইমাম ও শিক্ষকদের আহ্বান জানান তারা। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষক ও ইমামরাও এ বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মশালায় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক রাজিউর রহমান, পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান, জেলা অনলাইন জুয়া প্রতিরোধ কমিটির উপদেষ্টা একেএম আনোয়ারুল খায়ের, আজহারুল ইসলাম জুয়েল, শহীদুল ইসলাম শহীদ, সংগঠনের আহ্বায়ক এ এফ এম তানজিরুল ইসলাম, সদস্য সচিব এম এ কে মিলন ও সদস্য আতিকুর রহমান নয়ন।
You cannot copy content of this page