পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে স্বপ্নপূরণ অর্গানাইজেশনের উদ্যোগে কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলা শহরের বিভিন্ন মাদরাসার ৩৫ জন ছাত্র অংশ নেয়। দুটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করে জামিয়া বায়তুল জান্নাত দারুস সালাম মাদরাসার ছাত্র আদিক হোসেন, দ্বিতীয় দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদরাসার ইমতিয়াজ মারুফ এবং তৃতীয় স্থান অধিকার করে নুরানী তালিমুল কুরআন ও হাফেজিয়া মাদরাসার ছাত্র শামীম ইসলাম। জুনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করে দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদরাসার ছাত্র আবু বক্কর সিদ্দিক, দ্বিতীয় ইসলামিয়া এম ক্যাডেট মাদরাসার ছাত্র সোহাগ এবং তৃতীয় স্থান অধিকার করে নুরানী তালিমুল কুরআন ও হাফেজিয়া মাদরাসার ছাত্র শামীম ইসলাম। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির উজ্জল, পঞ্চগড়প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরি ডলার,দুইপাড়া আলিম মাদরাসার আরবি প্রভাষক ইসমাইল হোসেন, স্বপ্নরঙ ফ্যাশনের মালিক ও স্বপ্নপূরণ অর্গানাইজেশনের উপদেষ্টা রশিদুল ইসলাম, স্বপ্নপূরণ অর্গানাইজেশন সাবেক সভাপতি মখলেছার রহমান মুন্না, বর্তমান কমিটির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ, কোষাধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল আবির, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জুয়াইরিয়া জাইন সামারাসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ফাঁকে ছাত্ররা ইসলামী গান পরিবেশন করে। পরে মাদরাসা শিক্ষার্থী, অতিথি ও সংগঠনের সদস্যরা একসাথে ইফতারে অংশগ্রহণ করে।
You cannot copy content of this page