পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় গাঁজাসহ মো: রুমান ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানা পুলিশ। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সারে ৫টায় ময়দানদিঘী ইউনিয়নে থেকে গাঁজা বিক্রির সময় তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপনসূত্রে খবর পেয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মোজাম্মেল হকের নির্দেশে এস আই মোঃ আব্দুর রাজ্জাক, এসআই মাসুদ রানা ও এএস আই সাজিদুর রহমান এর নেতৃত্বে সঙ্গী ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ময়দানদিঘী ইউনিয়ন পরিষদের গেটের সামনে বোদা – পঞ্চগড় সড়কে ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো: রুমান ইসলামকে আটক করে। মো: রুমান ইসলাম পঞ্চগড় সদর থানার যতনপুকুরি গ্রামের মোঃ বাবুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক গাঁজাসহ মো: রুমান ইসলাম নামের মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে বোদা থানার মামলা নং-১৪, তাং-১৮/১২/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(ক) রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক যোগদানের পর থেকে মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
You cannot copy content of this page