স্টাফ রিপোর্টার
পঞ্চগড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পঞ্চগড় সদর উপজেলার মাঘই পানিমাছ পুকুরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মো. শফিউল আযম। হাফিজাবাদ ইউপি চেয়ারম্যান গোলাম মুছা কলিমুল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আসমাতুন নেহার, উপজেলা প্রশিক্ষক হাসিবুল ইসলাম ও মাঘই পানিমাছ পুকুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম রোকশানুল ইসলাম লিয়ন। মতবিনিময় সভায় পঞ্চগড় সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও ওয়ার্ডের দলপতিসহ আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে সেরা কাজের জন্য আনসার কমান্ডার, ইউনিয়ন ও ওয়ার্ড লিডারদের মাঝে পুরস্কার হিসেবে সাইকেল, সেলাই মেশিন, বইসহ অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট শফিউল আযম বলেন, আনসার বাহিনীর ইতিহাস অনেক দীর্ঘ। মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আনসার বাহিনীর সদস্যরাও সেই সময়ের থ্রি নট থ্রি রাইফেল দিয়ে শক্রর মোকাবেলায় ঝাপিয়ে পড়েছিল। আনসার বাহিনীর প্রশিক্ষিত সদস্যরা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে। স্বাধীনতা যুদ্ধে অফিসারসহ ৬৭০ জন আনসার সদস্য শহীদ হন। স্বাধীনতা উত্তর বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করে এই বাহিনীটি। বর্তমানেও আনসার ভিডিপি সদস্যরা দেশের আনাচে কানাচে অবস্থান করে বিভিন্ন সামাজিক সমস্যাসহ আইন শৃংখলা রক্ষায় কাজ করে যাচ্ছে। কোভিডকালেও মানুষকে সচেতন করতে কাজ করে যাচ্ছে এই বাহিনীটি। তিনি সকল সদস্যদের এই দূর্যোগকালীন সময়ে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে একাত্ম হয়ে কাজ করার আহবান জানান। #
You cannot copy content of this page