পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের মাঠে গাছের চারা রোপন করে বৃক্ষরোপন অভিযান উদ্বোধন করেন আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মো. শফিউল আযম।
এ সময় সহকারি জেলা কমান্ড্যান্ট মো. তৌহিদ উজ জামান, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাসানুর রহমান, সার্কেল অ্যাডজুট্যান্ট মোছ. সুলতানা , সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ও উপজেলা প্রশিক্ষক জেলা অফিসসস ব্যাটালিয়ন আনসারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।বৃক্ষরোপন অভিযানে জেলার পাঁচ উপজেলা ও আনসার ভিডিপি ক্লাবে বিভিন্ন প্রজাতির ২৩০টি ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপন করা হয়
আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মো. শফিউল আযম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে জাতীয় বৃক্ষরোপন ও বৃক্ষ মেলা উদ্বোধন করেছেন। এর ধারাবাহিকতায় মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরে বৃক্ষরোপন অভিযান ২০২৩ উদ্বোধন করেন। মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় সারা দেশে ২০,২০০টি গাছ রোপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই হিসেবে প্রতি জেলা কার্যালয়ের মত পঞ্চগড় জেলা কার্যালয়ে ৭৫ টি, উপজেলা কার্যালয়ে ১৫ টি, প্রতি ক্লাব সমিতিতে ১০ টি করে ৮ ক্লাব সমিতিতে মোট ৮০টিসহ জেলায় ফলজ, বনজ ও ঔষধিসহ মোট ২৩০ টি বৃক্ষরোপন করা হয়।
You cannot copy content of this page