পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বোদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম ফুয়াদ, পঞ্চগড় জেলার সমাজসেবা কার্যালয়ের উপ-রিচালক অনিরুদ্ধ কুমার রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলার সমন্বয়ক ফজলে রাব্বি, বোদা পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারা, সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিম্ময়, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি).আজিম উদ্দীন প্রমুখ।
টুর্ণামেন্টে উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা মোট ১১ টি ফুটবল দল খেলায় অংশ নিচ্ছে। যুব সমাজকে মাদক থেকে দুরে রাখা,ফুটবল প্রেমিকদের বিনোদন প্রদান এবং ভাল খেলোয়ার তৈরী করার লক্ষে এই ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে বলে বোদা উপজেলা নির্বাহী অফিসার মো.শাহরিয়ার নজির জানান।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সাবেত আলী তারুন্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগীতা সমুহের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, বির্তক, কুইজ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, বিজ্ঞান মেলা উপলক্ষে আয়োজিত প্রতিযোগীতা সমুহের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, উপজেলার শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নকারী ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পরে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসুচির আওতায় তাদের মাঝে উপকরণ প্রদান করেন। পরে ফুটবল খেলা মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
You cannot copy content of this page