পঞ্চগড় প্রতিনিধি
মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলার উপকারভোগীদের পূর্ণবাসনের লক্ষ্যে (দারিদ্র বিমোচন ও পূর্নবাসন) ১০দিন ব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ নবারুন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশার সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী সভায় অন্যানের মধ্যে বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন,বড়শশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান বক্তব্য রাখেন। পঞ্চগড় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়বর্ধনমূলক প্রশিক্ষণের আয়োজন করে। প্রথম পর্বে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ও বড়শশী দুইটি ইউনিয়নের তিনটি আশ্রয়ন প্রকল্পের ১৩৬ জন উপকারভোগীকে গাভী , হাঁস ও মুরগী পালন, বসতবাড়ীতে শাক-সবজি চাষ ও কবুতর পালন সহ বিভিন্ন আয়বর্ধনমূলক প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে তাদেরকে বিভিন্ন উপকরণ ও প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে।
You cannot copy content of this page