পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক লাখ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। রবিবার (১৩ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহযোগিতায় ও উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিবার (১৩ নভেম্বর) পরিবেশ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলার বাগদহ নতুন হাট এলাকার মেসার্স সূর্যবানু ব্রিকস নামক ইটভাটায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার। এই সময় ভাটার ম্যানেজার শহিদুল ইসলাম জরিমানার অর্থ প্রদান করেন।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ (১) (২), ১৮(২) ধারা অনুযায়ী জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত মাটি সংগ্রহ, ছিদ্র যুক্ত ইট তৈরি না করা, শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ইট ভাটা স্থাপন করার অপরাধে এই অর্থ দন্ড প্রদান করা হয়।
You cannot copy content of this page