পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে জমি নিয়ে দ্বন্দে সংঘর্ষের ঘটনায় হবিবর রহমান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার(৩০ নভেম্বর) বিকালে পঞ্চগড় সদর উপজেলার গোফাপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনায় আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে নিহত হয়। নিহত হবিবর রহমান একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।এ সময় দুই পক্ষের আহত হয়েছেন আরো ৫ জনইউপি চেয়ারম্যান আল ইমরান ও সদস্য আব্দুস সালাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, জমি মাপ যোগের শেষ পর্যায়ে দুই হাত জায়গা নিয়ে রফিজ উদ্দিন গং ও আব্দুর রাজ্জাক গংয়ের ঝগড়ার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের ৫ জন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়।এতে বৃহস্পতিবার সকালে আহত হবিবর রহমান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।নিহতের ছোট ভাই মজিবর রহমান জানান, জমি মাপ যোগ শেষ করে বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যাচ্ছিলাম, রফিজ উদ্দিনের বাড়ির পাশে গেলে আমার উপর অর্তকিত হামলা করে তারা।পরে আমার পরিবারের লোকজন এসে সংঘর্ষ বাধে।এতে তাদের সাবলের আঘাতে মৃত্যু হয় বড় ভাই হবিবরের।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল লতিফ মিঞা জানান,জমির আইল নিয়ে ঠেলাঠেলিতে মারামারি হয়ে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে জেনেছি । মরদেহ দাফন শেষে, মামলা করবেন জানিয়েছেন তার পরিবার।
সম্পাদক ও প্রকাশক : সফিকুল আলম।।
নির্বাহী সম্পাদক : মো. লুৎফর রহমান
© সর্বস্বত্ব সংরক্ষিত | PanchagarhNews.com
নিউজ সেন্টার
তেঁতুলিয়া রোড, পঞ্চগড়।
মোবাইল ০১৭১৩ ৭৩০২৫০
ইমেইল panchagarhnews@gmail.com
Panchagarhnews@hotmail.com
You cannot copy content of this page