পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহজাহান আলী (৪২) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) সন্ধ্যায় পঞ্চগড়-দেবীগঞ্জ মহাসড়কের বানুরহাট এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতের বাড়ি নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ি সন্নাসিপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মজিবর রহমানের ছেলে। শাহজাহান পঞ্চগড় কাজী ফার্মস রিজিওনাল অফিসে ড্রাইভার পদে চাকুরী করছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, শাহজাহান পঞ্চগড় কাজী ফার্মস রিজিওনাল অফিসে কাজ শেষে মোটরসাইকেল যোগে নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ি সন্নাসিপাড়া এলাকায় তাঁর গ্রামের বাড়িতে ফিরছিলেন। এসময় তিনি দেবীগঞ্জ উপজেলার বানুরহাট এলাকায় এলে দেবীগঞ্জ থেকে বোদা উপজেলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এসময় শাহজাহান মাথায় প্রচন্ড আঘাত পেলে নাক ও কান দিয়ে রক্ত ক্ষরণ অবস্থায় ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় দেবীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
You cannot copy content of this page