পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলা শহরের ডোকরোপাড়া এলাকার দর্জি কর্মচারী ব্রজলাল শীল (৫৭)। স্ত্রী আর দুই ছেলে মেয়েকে নিয়ে সুন্দরভাবে সংসার চলেছে তার। আজ থেকে প্রায় ১০ বছর আগে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। কাজের মধ্যেও চিকিৎসা খরচ যোগাতে হিমশিম খেতে শুরু করেন তিনি। দীর্ঘদিন চিকিৎসা করতে গিয়ে বসতবাড়ি এবং ঘরের আসবাবপত্র বিক্রি করে তিনি এখন সর্বস্বান্ত। এরই মধ্যে অবস্থা আরো খারাপ হলে প্রতিবেশিদের সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ১৬ নং ওয়ার্ডের ৪২ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনযায়ি তার ওপেন হার্ট সার্জারীর প্রয়োজন। এর জন্য খরচ হবে ৪-৫ লাখ টাকা। তার নিজের পক্ষে তো সম্ভবই নয়ই; প্রতিবেশিদের পক্ষেও এত টাকা সংগ্রহ করে দেয়া সম্ভব নয়। স্বামীকে বাঁচাতে তার স্ত্রী মীরা রানী শীল দারস্থ হয়েছেন সমাজের দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে। সবার সহযোগিতা পেলে দ্রুত ওপেন হার্ট সার্জারী করে তিনি তার স্বামীকে বাঁচাতে পারবেন। সহযোগিতার জন্য বিকাশ ও রকেট নম্বর : ০১৬৫০-০১৪৬২৩। #
You cannot copy content of this page