প্রতিনিধি পঞ্চগড়
পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবিতে নিহত ও ক্ষতিগ্রস্থ উপার্জনহীন পরিবারের সদস্যদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও হিন্দু লাইভস ম্যাটার চ্যানেলের যৌথ উদ্যোগে মানবিক সহায়তা হিসেবে ১০ টি কর্মহীন পরিবারকে একটি করে ছাগল ও ৪টি পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. এমকে রায়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাড়েয়া বামনহাট ইউপি চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম শামিম, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মিঠু রঞ্জন দেব, যুব বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সজল চন্দ্র দাস, সহ সাংগঠনিক সম্পাদক সুমন দাস, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাক প্রবীন কুমার হালদার প্রমুখ।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতারা আগামীতেও এসব কর্মহীন পরিবারদের পাশে থাকবে বলে ঘোষনা দেন।
You cannot copy content of this page