পবিত্র রমাদ্বানের ১৭ তারিখ ঐতিহাসিক বদর দিবস। দিবসটি উপলক্ষে আল মুফিদ ফাউন্ডেশন নামে একটি সংগঠনের পক্ষ থেকে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের বিভিন্ন এলাকার পথচারীদের মাঝে ইফতার সামগ্রী ও বদর দিবসের তাৎপর্য তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় , সংগঠনের প্রধান কেন্দ্র ঠাকুরগাঁও এর ভুল্লি বাজার থেকে শুরু করে পঞ্চগড় জেলা শহরসহ বিভিন্ন এলাকায় বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। আল মুফিদ ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে একটি পিকাপ ভ্যানে পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা মোড়, আনন্দ নন্দন মোড়, চৌরঙ্গী মোড়, তেঁতুলিয়া রোডসহ বিভিন্ন এলাকার পথচারীদের মাঝে তিন হাজারের বেশি ইফতার সামগ্রীর প্যাকেট ও লিফলেট বিতরণ করেন সংগঠনের কর্মকর্তারা।
ইফতার সামগ্রী ও লিফলেট বিতরণের সময় স্বেচ্ছাসেবী হিসেবে খেদমতে আল মুফিদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকমাওলানা মো. সফিকুল ইসলাম, সহ-সভাপতি, সদর পঞ্চগড়ের সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা আ. রাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল করিম, অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা আখতারুজ্জামানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান, বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
আল মুফিদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকমাওলানা মো. সফিকুল ইসলাম বলেন, ইতিহাস থেকে অনুপ্রেরণায় বদর দিবস ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ৬২৪ খ্রিস্টাব্দে সংঘটিত এই যুদ্ধ মুসলমানদের জন্য এক গুরুত্বপূর্ণ বিজয়ের দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। বদরের শিক্ষাকে সামনে রেখে আল মুফিদ ফাউন্ডেশন তরুণ প্রজন্মের মাঝে ইসলামের চেতনা ছড়িয়ে দিতে নিয়মিত কাজ করে যাচ্ছে। বদর দিবস পালনের উদ্দেশ্য হলো, বদর যুদ্ধের শিক্ষা থেকে অনুপ্রেরণা গ্রহণ করে সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। ভবিষ্যতেও তারা এ ধরনের কল্যাণমূলক কাজ অব্যাহত রাখবেন বলে জানান সংগঠনটির কর্মকর্তারা।।
You cannot copy content of this page