বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন ও প্রতীক পাওয়ায় পঞ্চগড়ে নেতাকর্মীরা মিস্টি বিতরণ করেছেন। খবর শুনে সোমবার বিকেলে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হয়। এ সময় তারা একে অপরের মিস্টিমুখ করান। রাতে নেতাকর্মীরা পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথেও মতবিনিময় করেন।
এ সময় জেলা শাখার সভাপতি এমরান আল আমিন, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, সহসভাপতি শামুস কিবরিয়া প্রধান, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদ শেখ সাজ্জাদ হোসেন, দপ্তার সম্পাদক মফিদার রহমান মঞ্জু, প্রচার সম্পাদক সাজ্জাদ ভুট্টোসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেলা বাংলাদেশ জাসদের সভাপতি এমরান আল আমিন বলেন, বাংলাদেশ জাসদ ২০১৬ সাল থেকে নিবন্ধন ও প্রতীকের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে। আমরা এতদিন রাজনৈতিকভাবে কিছুটা দূর্বল ছিলাম। আমরা এখন একটি শক্তিশালী দল। অবশেষে নির্বাচন কমিশন আদালতের রায়ে আমাদের দলকে নিবন্ধন দিয়েছে। সাথে মটরকার প্রতীকও দিয়েছে।।
সম্পাদক ও প্রকাশক : সফিকুল আলম।।
নির্বাহী সম্পাদক : মো. লুৎফর রহমান
© সর্বস্বত্ব সংরক্ষিত | PanchagarhNews.com
নিউজ সেন্টার
তেঁতুলিয়া রোড, পঞ্চগড়।
মোবাইল ০১৭১৩ ৭৩০২৫০
ইমেইল panchagarhnews@gmail.com
Panchagarhnews@hotmail.com
You cannot copy content of this page