পঞ্চগড় প্রতিবেদক
পঞ্চগড়ের সদর উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য বিদ্যালয় পড়–য়া ছাত্রীদের নিয়ে সচেতনতামুলক গ্রুপ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিষমনি এলাকায় বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে ওই এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ নিরোধকল্পে সচেতনতামুলক প্রশিক্ষণ প্রদান করা হয়। পরে তাদের নিয়ে গ্রুপ সভা অনুষ্ঠিত হয়।
গ্রুপ সভায় বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর জেলা ব্যাবস্থাপক মাইকেল বাস্কে, সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর কর্মকর্তা (সেলপ) মেহেদী হাসান, হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ইয়াসিন আলী, সেচ্ছাসেবী জাহিদ হাসান সহ স্থানীয় অভিভাবক সদস্য ও প্রশিক্ষণে অংশ নেয়া বিভিন্ন বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচী সূত্রে জানা যায়, এ কর্মসূচীর মুল লক্ষ্য কিশোরী নারীদের বাল্যবিবাহের কুফল, ক্ষতিকারখ নানা দিক ও বাল্যবিবাহ প্রতিরোধে ১০৯ ও ৯৯৯ এ ফোন করে নিজের বাল্য বিয়ে ঠেকানো, কিশোরী নারীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে তাদের উৎসাহ প্রদান সহ নানা প্রয়োজনীয় ধারণা দেয়া হয়।
পরে বুধবার সন্ধ্যায় স্থানীয় বিশমনি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর আয়োজনে ও প্রতিবাদী গণনাটক দলের অংশগ্রহনে বদলে যাবার দিন শীর্ষক একটি বিশেষ নাটক অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় নারী, পুরুষ, শিশু সহ বিদ্যালয় পড়–য়া ছাত্রীদের অভিভাবকেরাও নাটক উপভোগ করেন।
You cannot copy content of this page