1. [email protected] : Shafiqul Alam : Shafiqul Alam
  2. [email protected] : Admin user : Admin user
  3. [email protected] : aminul :
November 21, 2024, 6:21 am
শিরোনাম :
পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী আলোচনা সভা পঞ্চগড়ে রাবার ড্যাম পার্কের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন  পঞ্চগড়ে বিএনপির বর্ধিত সভা পঞ্চগড়ে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামুলক কর্মশালা পঞ্চগড় রেলস্টেশনে ফেন্সিডিল বহনকারী তরুণকে গ্রেপ্তার পঞ্চগড়ে অনুমোদনহীন বিদেশি অ্যাপসের অফিস উদ্বোধন করে যৌথবাহিনীর হাতে ৩ জন আটক পঞ্চগড়ে প্রথমবারের মত চারুকলা ও শারিরিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত পঞ্চগড়ে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউটের কেন্দ্রীয় কমিটি ও দিনাজপুর অঞ্চলের ইলেকশন ২০২৪ সম্পন্ন  পঞ্চগড়ে বিজিবির চোরাচালান অভিযানে বাঁধা ও অপপ্রচারের অভিযোগ 

পঞ্চগড়ে বিজিবির চোরাচালান অভিযানে বাঁধা ও অপপ্রচারের অভিযোগ 

Reporter Name
  • Update Time : Monday, October 28, 2024
  • 195 Time View

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানের গরু ধরার অভিযানে বাঁধা ও অভিযানকে কেন্দ্র করে বিজিবির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার অভিযোগ উঠেছে। এ নিয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। এরই ধারাবাহিকতায় গত ২৬ অক্টোবর (শনিবার) পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় এলাকায়  মহারাজারদিঘী সংলগ্ন নাজমুল ইসলামের বাড়ীতে চোরাচালানের অবৈধ ৬টি গরু আছে বিশ্বাসযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের  ভিতরগড় ক্যাম্পের সদস্যরা। পরে ওই ব্যক্তির বাড়ীতে আইনসম্মতভাবে তল্লাশীর উদ্দেশ্যে অমরখানা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুল ইসলামকে সাথে নিয়ে অভিযান পরিচালনার জন্য বিজিবি’র একটি অভিযানিক দল রওনা হয়।

অভিযান পরিচালনার সময় নাজমুল ইসলামের বাড়ীতে ঢোকার সময় জানা যায়, বিজিবি’র আগমনের খবর জানতে পেরে চোরাচালানের ৬টি গরু সুকৌশলে বাড়ী হতে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। এরূপ সংবাদের প্রেক্ষিতে বিজিবি ওই ব্যাক্তির বাড়িতে প্রবেশ না করে অভিযান পরিচালনা থেকে বিরত থাকে। পরে ইউপি সদস্য সাইদুল ইসলামের লিখিত মুচলেকা নিয়ে বিজিবি’র সদস্যরা চলে আসার পথে সীমান্তে নিয়মিত টহলে যাওয়ার সময় পথিমধ্যে নাজমুল ইসলাম, আবু মায়েদ মুকুলকে সাথে নিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং চোরাকারবারী সহ অন্যান্য প্রায় ৩০-৪০ জন উশৃঙ্খল জনতা বিজিবি টহল দলকে সরকারি কর্তব্য পালনে বাধা প্রদানের চেষ্টা করে।

নাজমুল ইসলাম ও আবু মায়েদ মুকুলের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন চোরাকারবারী ও মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতা প্রদান এবং সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে বিভিন্ন দায়িত্বশীল সূত্রে জানা যায়।

এই ঘটনাকে পুঁজি করে তারা পরবর্তীতে বিজিবির সুনাম ক্ষুন্ন করার অপপ্রয়াস চালায় যা ভিত্তিহীন, সর্বৈব মিথ্যা এবং বিজিবি’র নামে অপপ্রচার।

তবে পরবর্তীতে বিজিবি সদস্যরা ইতিবাচক ভূমিকা পালনের ফলে সীমান্তে বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি বিদ্যমান রয়েছে বলে জানিয়েছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মো. বদরুদ্দোজা । তবে তিনি বিজিবির অভিযানে বাঁধা দেয়া ও বিজিবির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত | PanchagarhNews.com পঞ্চগড়ে প্রথম অনলাইন নিউজ পোর্টাল
Tech supported by Amar Uddog Limited

You cannot copy content of this page