1. [email protected] : Shafiqul Alam : Shafiqul Alam
  2. [email protected] : Admin user : Admin user
  3. [email protected] : aminul :
December 27, 2024, 12:59 am

পঞ্চগড়ে বিশ্ব শব্দ সচেতনতা দিবস পালিত

Reporter Name
  • Update Time : Wednesday, April 24, 2024
  • 257 Time View

পঞ্চগড় প্রতিনিধি

“শেখ হাসিনা বাংলাদেশ, পরিচ্ছন্ন পরিবেশ-সুস্থ পরিবেশ, স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগান ও “আসুন সবাই শব্দ দূষণ রোধে সচেষ্ট হই” এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমুলক প্রকল্পের আওতায় দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ও পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এমএম শফিকুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় আঞ্চলিক শাখার সভাপতি এএকেএম আনোয়ারুল ইসলাম খায়ের, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল সহ জেলা শহরের বিভিন্ন মসজিদের ইমাম, পরিবেশবাদী সংগঠন, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এএফএম আবু সুফিয়ান। এসময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এমএম শফিকুল ইসলাম, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সুবোধ চন্দ্র রায়, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, ইমাম, গণমাধ্যেমকর্মীরা বক্তব্য রাখেন।

সভায় শব্দ দূষণ রোধে সকলকে সচেতন হতে এবং মানুষের মাঝে সচেতনতা বাড়াতে আহ্বান করা হয়।

সভায় দিবসের মুল প্রবন্ধ উপস্থাপন ও প্রজেক্টরের মাধ্যেমে শব্দ দূষণ রোধে করণীয় শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত | PanchagarhNews.com পঞ্চগড়ে প্রথম অনলাইন নিউজ পোর্টাল
Tech supported by Amar Uddog Limited

You cannot copy content of this page