পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলা শহরের রাজনগড় হাটের মাছ বাজার আড়তে দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা ১১ দশমিক ১২ শতক জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। রবিবার সকাল থেকে জেলা প্রশাসনের নির্দেশে এই অবৈধ স্থাপনা নিজেরাই ভেঙ্গে উচ্ছেদ করে নিচ্ছেন দখলকারীরা। গত রবিবার ও সোমবার জেলা শহরের মাছ বাজার আড়ত ঘুরে এই চিত্রের দেখা মেলে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা শহরের রাজনগড় হাটের মাছ বাজার আড়ত এলাকার ১১ দশমিক ১২ শতক জমি বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক পঞ্চগড়ের নামে পেরীফেরীভূক্ত ছিল। সেই সাথে ওই জমিতে ১৭ জন ব্যাক্তি গোডাউন ও দোকানঘর নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন। বর্তমান জেলা প্রশাসক সাবেত আলী পঞ্চগড়ে যোগদানে পরে সরকারি জমি দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ শুরু করেন। এরই অংশ হিসেবে জেলা প্রশাসন ওই জমি দখলকারীদের উচ্ছেদে চলতি মাসে নোটিশ প্রদান করেন। দীর্ঘদিন পর রবিবার সকাল থেকে সরকারি জমিতে থাকা নিজেদের স্থাপনা সরিয়ে নিতে শুরু করেন দখলকারীরা। আগামী ২-৩ দিনের পরে জমিতে থাকা স্থাপনা সম্পূর্ণ সড়ানো সম্ভব হবে বলে জানা গেছে। উদ্ধার হওয়া ওই জমিতে মাছ বাজার উন্নয়ন ও সংস্কারমুলক কাজ হাতে নেয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
জেলা প্রশাসক সাবেত আলী জানান, জেলা শহর সহ বিভিন্ন এলাকায় সরকারি জমি দখল হয়ে আছে। কোথাও অবৈধ স্থাপনা রয়েছে। সেগুলো অপসারণ করে দখলমুক্ত করার কাজ করছে জেলা প্রশাসন। জেলা শহরের বিভিন্ন সড়ক দখলমুক্ত করে যানজট নিরসন করা হয়েছে। বাকী দখল হয়ে থাকা জমি উদ্ধার করে অবৈধ স্থাপনা মুক্ত করা হবে। আমাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে।
You cannot copy content of this page