পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় ৫০ পিচ নেশা জাতীয় ইনজেকশন সহ (ট্যাপেন্ডাডল) শাহিনুর রহমান (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বোদা থানা পুলিশ। শনিবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার ময়দানদিঘী বাজার এলাকায় তাকে নিষিদ্ধ ৫০ পিছ ইনজেকশন সহ গ্রেফতার করা হয়। পরে রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা শাহিনুর রহমানের বাড়ি ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার কালেশ্বরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, বোদা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী বাজার থেকে শাহিনুরকে ৫০ পিচ নেশাজাতীয় ইনজেকশনসহ (ট্যাপেন্ডাডল) আটক করে থানা হেফাযতে নেয়া হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের শেষে রোববার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
You cannot copy content of this page