পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে শিশু কিশোরদের আঁকা ছবি নিয়ে তিন দিনব্যাপি চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বৃৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা জেলা পরিষদ হল রুমে প্রদর্শনীর উদ্বোধন করেন। পঞ্চগড় চারু সংসদের আয়োজনে উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ছবিগুলি কিনে নেওয়ার কথা জানান।
সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া প্রদর্শনীতে অংশ নেওয়া শিশু কিশোরদের আঁকা প্রতিটি ছবির জন্য এক হাজার টাকা করে সন্মানি প্রদানের আহব্বান জানান। বলেন, ‘আমি ছবি কেনার জন্য এক লাখ টাকা দিব এবং জেলা পরিষদ চেয়ারম্যান আ ঃ হান্নান শেখকে এক লাখ টাকা প্রদানের আহব্বান জানান। ছবিগুলো পরবর্তিতে স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনের কথাও বলেন।
পঞ্চগড় উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য আক্তারুন্নাহার সাকি, সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম খায়ের, ভূমিজ নাট্যদলের সভাপতি সরকার হায়দার, কেয়া টেকনিক্যাল চারুকলা ও শারিরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ রেজওয়ানুল ইসলাম শুভ, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক হাসনুর রশিদ বাবু, চারু সংসদের আহ্বায়ক শহীদুল ইসলাম, চিত্রশিল্পী নুরুজ্জামান কায়সার, শিশু কিশোরসহ তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।।
You cannot copy content of this page