1. [email protected] : Shafiqul Alam : Shafiqul Alam
  2. [email protected] : Admin user : Admin user
  3. [email protected] : aminul :
December 22, 2024, 9:38 am

পঞ্চগড়ে শেখ কামালের জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন

পঞ্চগড় অফিস
  • Update Time : Friday, August 5, 2022
  • 804 Time View

পঞ্চগড় প্রতিনিধি

সেতারের মুর্ছনা ও প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে পঞ্চগড়ে বঙ্গবন্ধু’র জ্যোষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মদিন পালিত হয়েছে। শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তার উদ্যোগে শুক্রবার (৫ আগস্ট) পঞ্চগড় চিনিকল মাঠে প্রীতি ফুটবল ম্যাচের এমন সৃজনশীল আয়োজন করে পঞ্চগড় পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ।প্রীতি ফুটবল ম্যাচে বোদা উপজেলা ফুটবল একাডেমি ও পঞ্চগড় ফুটবল একাদশ অংশগ্রহন করে। খেলার পূর্বে সেতারে রাগ কাফি ও মিশ্র পিলু রাগের ধ্বনী পরিবেশন করেন রংপুর বেতারের শিল্পী মোঃ আহসান হাবিব হারামাইন, তবলায় সঙ্গীত পরিবেশন করেন ঠাকুরগাঁও বেতারের শিল্পী রাজেশ রায়, তানপুরায় সঙ্গীত পরিবেশন করেন সাগর চন্দ্র বর্মণ। পঞ্চগড় পৌরসভা’র ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাসান মাহাবুব আলম হাসনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা উপস্থিত ছিলেন। পঞ্চগড় পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আযম পাটোয়ারী লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে জজকোর্টের পিপি অ্যাডভোকেট আমিনুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আল তারিক, কাউন্সিলর হাসনাত হামিদুর রহমানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা জানান, “সঙ্গীতপ্রেমী, দক্ষ সংগঠক, ক্রিকেটার, মুক্তিযুদ্ধের সময় জেনারেল ওসমানীর এডিসি, ক্রীড়া, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে সব্যসাচী ব্যাক্তিত্ব, আবাহনী ক্রীড়াচক্র ও স্পন্দন শিল্পীগোষ্ঠী’র প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালকে ঘাতকরা কেবল হত্যা করেই ক্ষান্ত হননি পাকিস্তানের পরাজিত শক্তি জামাত এবং তাদের দোসর বিএনপি দীর্ঘদিন এমন একজন গুণীজনের চরিত্র হনন করে আসছে। তিনি জানান, যেই শেখ কামাল আবাহনী ক্রীড়াচক্র গড়ে তুলেছেন, দেশের প্রথম পপ তারকা ফিরোজ সাঁই, ফেরদৌস ওয়াহিদের নিয়ে দেশের প্রথম ব্যান্ড দল স্পন্দন গড়ে তুলেছেন, মঞ্চে যিনি গুণী অভিনেত্রী ফেরদৌসি মজুমদার, ডলি জহুরের সাথে অভিনয় করেছেন, খেলার মাঠে ক্রিকেট ও ফুটবল সমান তালে খেলেছেন, উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিতেন সেই আধুনিক মানুষটিকে আমাদের প্রজন্মের কাছে তুলে ধরতেই আজকের এই আয়োজন।তিনি আরও জানান, বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা বিভিন্ন ক্ষেত্রে একেক জন উজ্জ্বল নক্ষত্র! শোকাবহ ১৫ আগস্টের সকল শহিদদের স্মরণে আমরা মাসব্যাপী অনুষ্ঠান মালার পঞ্চম দিন সেতারের মুর্ছনা ও প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করলাম।” #

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত | PanchagarhNews.com পঞ্চগড়ে প্রথম অনলাইন নিউজ পোর্টাল
Tech supported by Amar Uddog Limited

You cannot copy content of this page