প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে স্মার্ট জেলা বাস্তবায়নে ‘স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চেলেঞ্জ’ এর প্রস্তাবনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভিশন-২০৪১ কুইক উইন আইডিয়া উপস্থাপন চ্যালেঞ্জ বিষয়ের প্রস্তাবনা নিয়ে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। এতে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, সিভিল সার্জন রফিকুল হাসান, পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান বিশেষ অতিথি ছিলেন।
কর্মশালার শুরুতে স্মার্ট বাংলাদেশ বাস্তায়নে স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নেন্স, স্মার্ট ইকোনোমি এবং স্মার্ট সোসাইটি নিয়ে প্রজেক্টর প্রেজেন্টশনের মাধ্যমে বিস্তারিত উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. রিয়াজ উদ্দিন।
এতে জেলা প্রশাসেনর স্থানীয় সরকার বিষয়ক উপপরিচালক মো. আজাদ জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট, পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, এনডিও প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন।
দিনব্যাপী কর্মশালায় স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে পঞ্চগড় জেলাকে স্থানীয়ভাবে আগামী এক বছরের মধ্যে স্মার্ট করে গড়ে তুলতে গ্রুপভিত্তিক একাধিক প্রস্তাবনা প্রনয়ণসহ উপস্থাপন করা হয়।
এর আগে একই স্থানে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।।
You cannot copy content of this page