পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি করা সহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বোদা উপজেলা ইউপি সদস্য ঐক্য পরিষদ। বুধবার দুপুরে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে ইউপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু বর্তমানে ইউপি সদস্যদের যে সম্মানী ভাতা দেয়া হয় তা দিয়ে একজন মানুষ কোনভাবেই তার সংসার চালাতে পারেন না। ইউপি সদস্যরা উপজেলা আইন শৃঙ্খলা সহ অনেক অনুষ্ঠানে থাকতে পারেন না। অনেক সময় ইউপি সদস্যদের নামে মামলা দায়ের হলে গ্রেপ্তার হতে হয়। এ বিষয়ে কর্তৃপক্ষের অনুমতি নেয়ার দাবি জানান বক্তারা।মানববন্ধনে বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা উপজেলা ইউপি সদস্য ঐক্য পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জাকারিয়া হাবিব প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলার ১০টি ইউনিয়নের সদস্যরা সহ সংরক্ষিত নারী সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বোদা উপজেলা পরিষদ চত্বরে যান ইউপি সদস্যরা। পরে সেখানে ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি স্থানীয় সরকার মন্ত্রী বরাবরে নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দ্রুত পাঠানোর ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন।
You cannot copy content of this page