পঞ্চগড় প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে ৫ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা যুবদলের আয়োজনে সদর উপজেলার ব্যারিষ্টার বাজারে প্রধান অতিথি হিসেবে অসহায় ও দুস্থদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান।
জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি রুহুল আমিন আকিল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যার্থতার পরিচয় দিয়েছে। এর প্রতিবাদ করায় পঞ্চগড়ে একজনকে জীবন দিতে হয়েছে। অনুষ্ঠানে বক্তারা অবিলম্বে কঠোর আন্দোলনের মাধ্যে সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারী উচ্চারণ করেন।
You cannot copy content of this page