পঞ্চগড়ে ফেসবুক গ্রæপ ‘সারা বাংলা ৮৮’ এর উদ্যোগে ৫০০ জনকে এক বেলার খাবার প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা বাস, মিনিবাস, কোচ ও মটর মালিক সমিতি চত্ত¡রে ‘সারা বাংলা ৮৮’ পঞ্চগড় এই খাবার বিতরণের আয়োজন করে।
সহযোগি সংস্থা হিসেবে ‘ডু ন্যাশন’ এর পৃষ্ঠপোষকতায় পাঁচ শতাধিক মানুষ আয়োজকদের হাত থেকে খাবার গ্রহন করেন। জেলা শহরের বিভিন্ন এতিমখানার শিশু কিশোরসহ, রিক্সা-ভ্যান চালক, দিনমুজুর, পথচারীসহ খেটে খাওয়া নারীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
এ সময় সারা বাংলা ৮৮, পঞ্চগড় এর সদস্য ও পঞ্চগড় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সাধারণ সম্পাদক ডা. মনছুর আলম, জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির সভাপতি মো. মতিয়ার রহমানসহ সারা বাংলা ৮৮, পঞ্চগড় এর সদস্যরা উপস্থিত ছিলেন।
ডা. মনছুর আলম বলেন, সারা বাংলা ৮৮ একটি সামাজিক মাধ্যম ফেসবুক ভাইভেট গ্রæপ। সারা দেশের মধ্যে ১৯৮৮ সালের এসএসসি শিক্ষার্থীদের অনেকে এই গ্রæপের সদস্য। আজকে ৫০০ মানুষকে একবেলা খাবার প্রদানের উদ্দেশ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। ‘ডু ন্যাশন’ সংস্থার পুষ্ঠপোষকতায় এটি আমাদের একটি ক্ষুদ্র একটি উদ্যোগ। আশা করি আগামীতে আরও বড় পরিসওে এমন উদ্যোগ নেওয়া হবে।।
You cannot copy content of this page