পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের জেলা পর্যায়ের (অনূর্ধ্ব-১৭) বালক ও বালিকা দলের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে পঞ্চগড় সদর উপজেলা ও বোদা উপজেলা বালক ও বালিকা দলের মধ্যে এই খেলা দুটি উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
প্রথম ম্যাচে অনুর্ধ্ব-১৭ বালক দলের চূড়ান্ত খেলায় বোদা উপজেলা বালক দল ২-০ গোলে পঞ্চগড় সদর উপজেলা বালক দলকে হারিয়েছে। বোদা উপজেলা দলের হয়ে গোল দুটি করেন আল আমিন ও আশিক। বালক দলের খেলায় সেরা গোল রক্ষক নির্বাচিত হন বোদা উপজেলা দলের শান্ত কুমার রায়, ম্যান অব দ্যা ফাইনাল আল আমিন এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন পঞ্চগড় সদর উপজেলা বালক দলের মঈন আলী।
পরের ম্যাচে অনুর্ধ্ব-১৭ বালিকা দলের চূড়ান্ত খেলায় বোদা উপজেলা বালিকা দল ৪-০ গোলে পঞ্চগড় উপজেলা দলকে হারিয়ে বিজয়ী হয়েছে। বোদা উপজেলা বালিকা দলের হয়ে ৪টি গোলই করেন নুসরাত জাহান মিতু। অনুর্ধ্ব-১৭ বালিকা দলের খেলায় সেরা খেলোয়াড় ও সেরা গোল দাতা নির্বাচিত হন বোদা উপজেলা দলের নুসরাত জাহান মিতু, ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন পঞ্চগড় উপজেলা দলের সুমা রানী।
পরে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজীত দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার ইউসুফ আলী, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, জেলা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, বোদা পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলায়মান আলী জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই টুর্ণামেন্টে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া পাঁচটি দল এবং পঞ্চগড় পৌরসভা দল সহ ছয়টি দল টুর্ণামেন্টে অংশ নেয়।
You cannot copy content of this page