পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় ইটের বিকল্প ব্লক ব্যবহার ও উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপনে উদ্বুদ্ধকরণ এবং ইট প্রস্তুত ও ভাটা(স্থাপন) আইন, ২০১৩(সংশোধিত ২০১৯) অনুযায়ী ইটভাটা পরিচালনা সংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধনমন্ডল গ্রামের শাহিন ব্রিকস চত্বরে উপজেলা প্রশাসন, দেবীগঞ্জ ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর যৌথ উদ্যোগে
এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম ফেরদৌস।
পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর সহকারী পরিচালক জনাব মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আজাহার আলী, দেবীগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি জনাব মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহিন আলী, আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বোদা উপজেলার সাকোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন ইটভাটা মালিকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস দেবীগঞ্জ বলেন, দেবীগঞ্জ উপজেলায় সরকারি নির্মাণ ও সংস্কার কার্যক্রমে ইটের বিকল্প হিসেবে ব্লক ব্যবহার সংক্রান্ত সরকারের নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী ব্লক ব্যবহারে সচেষ্ট থাকবেন। এছাড়া আইন মেনে ইটভাটার কার্যক্রম পরিচালনার জন্য ইটভাটার মালিকদের আহ্বান করেন।
You cannot copy content of this page