পঞ্চগড়ে নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদীচী শিল্পীগোষ্ঠির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার দুপুরে একটি বণ্যাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা নিয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে শেষ হয়। এরপর কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত¡রে কবিতা আবৃত্তি এবং চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুলে শিক্ষার্থী অংশ নেন।
পঞ্চগড় উদীচী শিল্পীগোষ্ঠির আয়োজনে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত শহীদ মিনার চত্তরে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি, গান পরিবেশনসহ বাউল উৎসব। দিনভর উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজনে জেলা উদীচীর সভাপতি ও সাবেক অধ্যক্ষ সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পঞ্চগড় সরকারি মহিলা কলেজের প্রভাষক গোলাম কিবরিয়া, শিল্পকলা একাডেমির মিজানুর রহমান বাবুল, আকতারুন নাহার সাকী, মির্জা সাবদারুল ইসলাম মুক্তা, পঞ্চগড় শিশু একাডেমির আবৃত্তি শিক্ষক আমিন ইসলাম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হাজ্জাজ তানিন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ উদীচীর শিল্পীরা অংশ নেন।
সন্ধার অনুষ্ঠানে পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কণ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।।
You cannot copy content of this page