পঞ্চগড় প্রতিনিধি
দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে এবছরে একদিনে করোনা ভাইরাস সনাক্তের নতুন রেকর্ড হয়েছে। পঞ্চগড়ের সদ্য বিদায়ী জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের ছেলে সহ গত ২৪ ঘন্টায় নতুন করে সর্বোচ্চ ১২ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৫ জন, আটোয়ারীতে ৪ জন, বোদায় ১ জন এবং দেবীগঞ্জে ২ জনের করোনা সনাক্ত হয়। সিভিল সার্জন ডা. মো ফজলুর রহমান বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন। গত ১২,১৪ এবং ১৬ জুন ৪৪টি নুমনা সংগ্রহ করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে র্যাপিট এন্টিজেন টেষ্ট পরীক্ষায় এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর ১২ জনের করোনা পজেটিভ আসে। ৪৪ টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ২৭ দশমিক ২৭ শতাংশ। এটি এবছরের একদিনে সর্বোচ্চ করোনা সনাক্ত। এ বছরে এ পর্যন্ত মোট ১০৪ জনের করোনা সনাক্ত হয়েছে। এর আগে গত বছরের ১৮ই জুলাই করোনার প্রথম ঢেউয়ে জেলায় সর্বোচ্চ ১৬ জনের করোনা সনাক্ত হয়। গত বছরে মোট ৭৬৯ জন করোনায় আক্রান্ত হয়। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতিবার এবছরের সর্বোচ্চ ৭ জন করোনায় আক্রান্ত হওয়ার পর করোনার নমুনা সংগ্রহ বাড়তে থাকে। সে হিসেবে আক্রান্তের হারও বৃদ্ধি পায়। এর আগে চলতি বছরের জানুয়ারী থেকে মে মাস পর্যন্ত করোনা আক্রান্তের হার তেমন না বাড়লেও চলতি জুনে মাসে তা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, চলতি সপ্তাহের শুরু থেকে পঞ্চগড়ে নমুনা পরীক্ষা এবং করোনা সনাক্তের হার বৃদ্ধি পেয়েছে। এর আগে পরীক্ষা এবং সনাক্ত তেমন ছিল না। চলতি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার (১০ জুন) এবছরের দ্বিতীয় সর্বোচ্চ ৭ জনের করোনা সনাক্ত হয়। এর পরে গত ১৬ জুন জেলায় নতুন করে সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড হয়েছে। এ পর্যন্ত জেলায় ৫ হাজার ৭শত ৫১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে এবং পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে র্যাপিট এন্টিজেন টেষ্ট পরীক্ষায় ৫ হাজার ৭শত ৩১ জনের ফলাফল এসেছে। সব মিলিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৭৩ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩৪৪ জন, তেতুঁলিয়ায় ৯৭ জন, আটোয়ারীতে ১২২ জন, বোদায় ১৪২ জন এবং দেবীগঞ্জে ১৬৮ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে ৮১৮ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩১২ জন, তেতুঁলিয়ায় ৯৩ জন, আটোয়ারীতে ১১৪ জন, বোদায় ১৩৮ জন এবং দেবীগঞ্জে ১৬১ জন। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছে ২০ জন। এর মধ্যে সদর উপজেলায় ১১ জন, তেতুঁলিয়ায় ০১ জন, আটোয়ারীতে ০২ জন, বোদায় ০২ জন এবং দেবীগঞ্জে ০৪ জন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ০২ জন সহ হোম আইসোলেশনে আছে ৩৫ জন।
পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো ফজলুর রহমান জানান, পঞ্চগড়ের সদ্য বিদায়ী জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের ছেলে সহ গত ২৪ ঘন্টায় নতুন করে সর্বোচ্চ ১২ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট ৮৭৩ জনের করোনা সনাক্ত হয়েছে। এর আগে সপ্তাহে ১০/১২ জনের নমুনা পরীক্ষা করে দুই একজন করে রোগী সনাক্ত হতো। কিন্তু চলতি এক সপ্তাহ ধরে পঞ্চগড়ে নমুনা পরীক্ষা এবং করোনা আক্রান্ত সনাক্ত দুটিই বৃদ্ধি পেয়েছে। তবে কারো শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি। আমরা নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানোর পর সেখান থেকে আবারো নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানো হচ্ছে। সেখান থেকে তারা জানাবে কারো শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে কিনা।
তিনি আরো জানান, সর্দি, জ¦র, কাশি বা অন্য কোন উপসর্গ দেখা দিলেই সকলকে করোনা পরীক্ষার জন্য বলা হচ্ছে। এখানে কোন আইসিইউ নেই। তবে করোনা চিকিৎসার জন্য পর্যাপ্ত জনবল এবং অক্সিজেনের সরবরাহের ব্যবস্থা রয়েছে। এ পর্যন্ত যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা সুস্থ আছেন এবং এর মধ্যে ২ জন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে এবং বাকীরা নিজ বাসাতেই হোম আইসোলেশনে আছেন। এজন্য সকলকে নিয়োমিত মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে যাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ।
You cannot copy content of this page