পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে গত ২৪ ঘন্টায় ৭০ টি নমুনায় একদিনে নতুন করে সর্বোচ্চ ৫৮ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্তের রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩৯ জন, আটোয়ারীতে ৫ জন এবং বোদায় ৪ জন এবং দেবীগঞ্জে ১০ জনের করোনা সনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৭৮ জন। জেলায় মোট মৃত্যু সংখ্যা দাড়িয়েছে ২৮ জনে। জেলায় মোট সুস্থ হয়েছেন ৮৮১ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪৬৯ জন। চলতি মাসে মোট আক্রান্ত ৩১১ জন এবং চলতি বছরে মোট আক্রান্ত ৬১৩ জন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এন্টিজেন টেষ্টে ৭২ নমুনায় ৪১ জন এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৮ টি নমুনা পাঠানোর পর ১৮ জনের করোনা পজেটিভ আসে। ১৭০ টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৩৪ দশমিক ৭১ শতাংশ। সিভিল সার্জন ডা. মো ফজলুর রহমান বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, গত জুন মাসের শুরু থেকে পঞ্চগড়ে নমুনা পরীক্ষা এবং করোনা সনাক্তের হার বৃদ্ধি পেয়েছে। এর আগে পরীক্ষা এবং সনাক্ত তেমন ছিল না। এ পর্যন্ত জেলায় ৭ হাজার ৬২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে এবং পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে র্যাপিট এন্টিজেন টেষ্ট পরীক্ষায় ৬ হাজার ৭৬০ জনের ফলাফল এসেছে। সব মিলিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৭৮ জন। এর মধ্যে সদর উপজেলায় ৬১৭ জন, তেতুঁলিয়ায় ১৮৬ জন, আটোয়ারীতে ১৭৫ জন, বোদায় ১৮১ জন এবং দেবীগঞ্জে ২১৯ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে ৮৮১ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩৩৪ জন, তেতুঁলিয়ায় ৯৭ জন, আটোয়ারীতে ১৩২ জন, বোদায় ১৪৬ জন এবং দেবীগঞ্জে ১৭২ জন। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছে ২৮ জন। এর মধ্যে সদর উপজেলায় ১৩ জন, তেতুঁলিয়ায় ০২ জন, আটোয়ারীতে ০৪ জন, বোদায় ০৪ জন এবং দেবীগঞ্জে ০৫ জন। পঞ্চগড় করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছে ১৩ জন এবং হোম আইসোলেশনে আছে ৪৫৬ জন। এর মধ্যে সদর উপজেলায় ২৭০ জন, তেতুঁলিয়ায় ৮৭ জন, আটোয়ারীতে ৩৯ জন, বোদায় ৩১ জন এবং দেবীগঞ্জে ৪২ জন।
পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো ফজলুর রহমান জানান, পঞ্চগড়ের গত ২৪ ঘন্টায় ১৭০ টি নমুনা পরীক্ষায় একদিনে নতুন করে ৫৮ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্তের রেকর্ড হয়েছে। এ পর্যন্ত মোট ১ হাজার ৩৭৮ জনের করোনা সনাক্ত হয়েছে। গত জুন মাসে এবং চলতি মাসে পঞ্চগড়ে নমুনা পরীক্ষা এবং করোনা আক্রান্ত সনাক্ত দুটিই বৃদ্ধি পেয়েছে। তবে কারো শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি। আমরা নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানোর পর সেখান থেকে আবারো নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানো হচ্ছে। সেখান থেকে তারা জানাবে কারো শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে কিনা।
তিনি আরো জানান, সর্দি, জ¦র, কাশি বা অন্য কোন উপসর্গ দেখা দিলেই সকলকে করোনা পরীক্ষার জন্য বলা হচ্ছে। এখানে কোন আইসিইউ নেই। তবে করোনা চিকিৎসার জন্য পর্যাপ্ত জনবল এবং অক্সিজেনের সরবরাহের ব্যবস্থা রয়েছে। এ পর্যন্ত যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা সুস্থ আছেন এবং নিজ বাসাতেই হোম আইসোলেশনে আছেন। এজন্য সকলকে নিয়োমিত মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে যাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ।
You cannot copy content of this page