বিশেষ প্রতিনিধি
গত ২৪ ঘন্টায় জেলায় সর্বোচ্চ ১৬৫ টি নমুনা পরীক্ষায় একদিনে নতুন করে ৭৭ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্তের রেকর্ড করা হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩২ জন, তেতুঁলিয়ায় ১৭ জন, আটোয়ারীতে ৯ জন, বোদায় ১০ জন এবং দেবীগঞ্জে ৯ জনের করোনা সনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬২২ জন। জেলায় মোট মৃত্যু সংখ্যা দাড়িয়েছে ৩১ জনে। জেলায় মোট সুস্থ হয়েছেন ৯২৪ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬৬৭ জন। চলতি মাসে মোট আক্রান্ত ৫৫৫ জন এবং চলতি বছরে মোট আক্রান্ত ৮৫৭ জন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এন্টিজেন টেষ্টে ১৪৬টি নমুনায় ৭২ জন এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯ টি নমুনা পাঠানোর পর ৫ জনের করোনা পজেটিভ আসে। ১৬৫ টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৪৪ দশমিক ৬৬ শতাংশ। সিভিল সার্জন ডা. মো ফজলুর রহমান রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, চলতি বছরের গত জুন মাসের শুরু থেকে পঞ্চগড়ে নমুনা পরীক্ষা এবং করোনা সনাক্তের হার দুটোই বৃদ্ধি পেয়েছে। এর আগে নমুনা পরীক্ষা এবং সনাক্তের হার তেমন ছিল না। এ পর্যন্ত জেলায় ৮ হাজার ২০৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে এবং পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে র্যাপিট এন্টিজেন টেষ্ট পরীক্ষায় ৭ হাজার ৮১ জনের ফলাফল এসেছে। সব মিলিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬২২ জন। এর মধ্যে সদর উপজেলায় ৭৩২ জন, তেতুঁলিয়ায় ২১৮ জন, আটোয়ারীতে ২১৬ জন, বোদায় ২১৩ জন এবং দেবীগঞ্জে ২৪৩ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে ৯২৪ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩৬১ জন, তেতুঁলিয়ায় ১০১ জন, আটোয়ারীতে ১৩৭ জন, বোদায় ১৫১ জন এবং দেবীগঞ্জে ১৭৪ জন। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছে ৩১ জন। এর মধ্যে সদর উপজেলায় ১৪ জন, তেতুঁলিয়ায় ০২ জন, আটোয়ারীতে ০৫ জন, বোদায় ০৪ জন এবং দেবীগঞ্জে ০৬ জন। পঞ্চগড় করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছে ১৬ জন এবং হোম আইসোলেশনে আছে ৬৫১ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩২৫ জন, তেতুঁলিয়ায় ১০০ জন, আটোয়ারীতে ৬৮ জন, বোদায় ৪৮ জন এবং দেবীগঞ্জে ৫৫ জন।
পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো ফজলুর রহমান জানান, পঞ্চগড়ের গত ২৪ ঘন্টায় ১৬৫ টি নমুনা পরীক্ষায় একদিনে নতুন করে ৭৭ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্তের রেকর্ড হয়েছে। এ পর্যন্ত মোট ১ হাজার ৬২২ জনের করোনা সনাক্ত হয়েছে। গত জুন মাসে এবং চলতি মাসে পঞ্চগড়ে নমুনা পরীক্ষা এবং করোনা আক্রান্ত সনাক্ত দুটিই বৃদ্ধি পেয়েছে। তবে এখন পর্যন্ত জেলায় কারো শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি। আমরা নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানোর পর সেখান থেকে আবারো নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানো হচ্ছে। সেখান থেকে তারা জানাবে কারো শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে কিনা।
তিনি আরো জানান, সর্দি, জ¦র, কাশি বা অন্য কোন উপসর্গ দেখা দিলেই সকলকে করোনা পরীক্ষার জন্য বলা হচ্ছে। এখানে কোন আইসিইউ কিংবা সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা নেই। তবে করোনা চিকিৎসার জন্য পর্যাপ্ত জনবল এবং সিলিন্ডার অক্সিজেনের সরবরাহের ব্যবস্থা রয়েছে। এ পর্যন্ত যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ১৭ জন করোনা ডেডিকেটেড হাসপাতালে ও নিজ বাসাতেই হোম আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন। আমরা তাদের নিয়মিত খোঁজ খবর রাখছি। কোন সমস্যা হলে তারা আমাদের যেন জানায় এমনটাই বলা হয়েছে। সকলকে নিয়মিত মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের না হয়ে নিজ বাসায় অবস্থান করা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে যাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ।
You cannot copy content of this page